চট্টগ্রাম আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবার চালিয়ে আসা এক রোহিঙ্গা দম্পতিকে মাদক বিক্রির নগদ ১কোটি ১৭লক্ষ টাকা এবং ৫হাজারের অধিক ইয়াবাসহ আটক করেছে র্যাব।
র্যাব-৭ সুত্র জানায়, গত ৮ নভেম্বর সকাল সাড়ে ১১টারদিকে র্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বøক-বি এর একটি বাসায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় জানালা দিয়ে ফেলে দেওয়ার সময় মাদক বিক্রয়ের ১কোটি ১৭লক্ষ ১হাজার ৫শ টাকা এবং ৫হাজার ৩শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি মোঃ শওকত ইসলাম (৩২) এবং তার স্ত্রী মোরজিনা (২৮)কে আটক করে। নগদ টাকা ও ইয়াবাসহ আটককৃতরা রোহিঙ্গা নাগরিক এবং দীর্ঘদিন ধরে এই অপতৎপরতা চালিয়ে আসছে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর ধৃত রোহিঙ্গা দম্পতিকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন নিশ্চিত করেন।