উখিয়ার কুতুপালংয়ে অন্যতম সামাজিক সংগঠন প্রত্যাশা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ বলেছেন, যুবকেরাই পারে সমাজ তথা জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে। যুবকেরাই পারে দেশকে মাদক ও চোরাচালান মুক্ত করতে।
রবিবার সকাল ১০টার দিকে কুতুপালং উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রত্যাশার সভাপতি মিজানুর রহমান আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুপালং উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এম.এ মান্নান, কোষ্ট্র ট্রাষ্টের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম, রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য হেলাল উদ্দিন, আ’লীগ নেতা ও সাংবাদিক নুরুল হক খান প্রমুখ।
অনামিকা বড়ুয়া ও ইব্রাহিম মোহাম্মদ হিমই’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত যুব দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,কুতুপালং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির আহমদ,রেড ক্রিসেন্ট কর্মকর্তা খাইরুল হক, উখিয়া ব্লাড ব্যাংকের এডমিন নুরুল আবছার সাজু, কাকন বড়ুয়া, তপু বড়ুয়া, প্রাপ্তি বড়ুয়া বৃষ্টি প্রমূখ।