রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাংলাপাড়া পেঁচারদ্বীপ এলাকার শামশুল আলমের ছেলে ওমান প্রবাসী মোঃ ফেরদৌসের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে সোনার পাড়া বাজার বড় কবরস্থানে দাদা দাদি ও পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজার নামাজে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, ৯নং ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন,মোঃ নুরুল হক, সুপার (ভারপ্রাপ্ত) সোনার পাড়া মাদ্রাসা, মাওলানা রহমত উল্লাহ, দক্ষিণ পেঁচারদ্বীপ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আহমদ, দক্ষিণ পেঁচারদ্বীপ বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা জাকারিয়া,আবুল হোসন, এসএসসি ৯৯ ব্যাচের রাসেল, সুমন, রফিক, ইসহাক, আক্তার, হানিফ, আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত শুক্রবার ওমানের নিজওয়া জেলার ইজকি থানার চানাইয়া আকর এলকার স্ট্রোক করে সে মারা যান। সেখান থেকে গতকাল শুক্রবার বিকেল ৪টায় ফেরদৌসের লাশ দেশে এসে পৌঁছেন।মৃত্যুকালে সে ২ মেয়ে ১ ছেলে স্ত্রী, মা ভাই-বোন সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।