উখিয়া উপজেলার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল চলছে। খেলার প্রথমার্ধে গোল শূণ্য ভাবে শেষ হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর খেলাটি আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন খেলার আয়োজক, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ মনজুর, শাহাদৎ হোসেন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল সহ অনেকে।
রেফারি হিসেবে খেলা পরিচালনা করছেন আবুল কাশেম কুতুবী, সহকারি হিসেবে রয়েছেন সিরাজুল হক ও বোরহান উদ্দিন।
প্রথমার্ধে তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলা মধ্যদিয়ে গোল শূণ্যভাবে শেষ হয়।
ফাইনাল খেলায় একদিকে অংশ গ্রহণ করছেন থাইংখালী মায়ের দোয়া ফুটবল একাদশ বনাম শেখ রাসেল একাদশ।