ওমান থেকে মোঃ ফেরদৌসের লাশ আজ শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেছে। সে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাংলাপাড়া পেঁচারদ্বীপ এলাকার শামশুল আলমের ছেলে।
তার পারিবারিক ভাবে সুত্রে জানা গেছে, আগামীকাল রোজ শনিবার সকাল ১০টায় সোনারপাড়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, গত শুক্রবার ওমানের নিজওয়া জেলার ইজকি থানার চানাইয়া আকর এলকার স্ট্রোক করে সে মারা যান।