তিনি বৃহস্পতিবার রাত সাড়ে চারটায় মিরপুরের রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
আলহাজ্ব আজিজুর রহমান বাচ্চুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আকতার।
আজ বাদ জুমা স্বাস্থ্যবিধি মেনে তার জানাযা ও দাফন সম্পন্ন হবে।
আজিজুর রহমান বাচ্চু বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নের্তৃত্ব দেন। ১৯৭৫ সালের ২৮ আগস্ট গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন ও ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার হন। এক-এগারোর সময়ও রাজপথে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।