সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে বান্দরবানের জেলার লামা উপজেলা মহিলা আ’লীগের মতবিনিময় এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজের ২য় তলায় আগামী স্থানীয় পর্যায়ে নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করা লক্ষ্যে এ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মহিলা আ.লীগের সভাপতি জোহরা বেগম। সেক্ষেত্রে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আ,লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তিং তিং মার্মা।
সভায় অন্যান্যদের মাঝে আরও অংশ নেন বান্দরবান জেলা মহিলা আ,লীগের সহ-সভাপতি উমেনু মার্মা, লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সহ সভাপতি মিল্কী রাণী দাশ, সাধারন সম্পাদক শ্যামলী বিশ্বাস,অতিথি উনি ম্রো,পৌর মহিলা আ,লীগের সভাপতি উনুচিং মার্মা,সম্পাদক আসমা বেগমসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন মহিলা আ,লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
বর্ণিত সভায় মহিলা আ,লীগকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়।