বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার রাজাপালং ইউনিয়নের আওতাধীন ৯নং ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে নতুন আহবায়ক কমিটি দেওয়া হবে।
ভারপ্রাপ্ত সভাপতি বেলাল উদ্দিন বলেন, রাজাপালং ইউনিয়নের আওতাধীন ৯নং ওয়ার্ড যুবলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তাদের স্বাভাবিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে, তাই দলকে শক্তিশালী করতে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।