আসসলামুআলাইকুম/আদাব/নমস্কার..
গত ২০ অক্টোবর রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলোচিত উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে আমি মরহুম বখতিয়ার আহমদের ছেলে হেলাল উদ্দিনকে মোরগ মার্কায় বিপুল পরিমান ভোট দিয়ে এই ওয়ার্ডের জনগণ মেম্বার নির্বাচিত করেছে। আমার এই বিশাল বিজয় ছিলো অকল্পনীয় ও অবিস্মরণীয়। এই বিজয়ের জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। সেই সাথে শত প্রতিকূলতা ও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে যারা আমাকে ভোট দিয়ে এই বিশাল বিজয় এনে দিয়েছেন সেজন্য আমার এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কিছু কথা না বললেই নয়। এই নির্বাচনটি অন্য স্বাভাবিক নির্বাচনের মতো ছিলো না। গত ২৪ জুলাই আমার আব্বা মারা যাওয়ার পরে আমার পরিবার প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিলো। সেই ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাড়ানো খুব সহজ ছিলো না। কিন্তু মহান আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় এই নির্বাচনে শুধু জনগণকে পাশে রেখে আমি নির্বাচন করেছি। নির্বাচনকালীন সময়ে নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করেছি। আমাকে যেমন ৯নং ওয়ার্ডের জনগন সম্মান দিয়েছে আমিও চেষ্টা করবো এই জনগণের সম্মানের মূল্য দিতে। আল্লাহ যেন আমাকে সেই শক্তি, সাহস ও ধৈর্য্য দেন সেই দোয়া করি। সবাইকে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
শুভ কামনা সবসময়।
হেলাল উদ্দিন
নবনির্বাচিত, ইউপি সদস্য, রাজাপালং ৯নং ওয়ার্ড
উখিয়া,কক্সবাজার।