উখিয়া ও কোটবাজারের প্রধান সড়কের উপর যত্রতত্র গাড়ী পার্কিংয়ের কারনে রাস্তায় দীর্ঘ যানজট লেগে থাকায় হয়রানির শিকার হয়েছে অসংখ্য যাত্রীদের।
সরজমিন দেখা গেছে, কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন স্টেশনের ফুটপাতের পাশেই গাড়ি, টমটম, অটো, সিএনজি মিনিবাস, কার সহ অনেক যানবাহন যে যার মতো করে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারনে যানজট সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, কক্সবাজার টু টেকনাফগামী বাস যাতায়াতের পথ অনকটা ছোট হয়ে যাওয়ার ফলে যানজট লেগে থাকে ঘন্টারপর ঘন্টা। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া টেকনাফের জনগণের জনজীবন বিপাকে একদিকে রোহিঙ্গাদের ঘনবসতিতে পরিবেশ নষ্ট অন্যদিকে রোডে যানজটের চিত্র। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অদক্ষ ফিটনেসবিহীন ড্রাইভার অবৈধভাবে রোডে গাড়ি নিয়ে লাইন ক্রসের প্রতিযোগিতায় থাকে এতে করে সড়কের পরিবেশ নষ্ট হয়ে লেগে যায় যানজট।
উখিয়ার নবাগত ট্রাফিক অফিসার (সার্জন) মোশারফ হোসেন বলেন, রাস্তায় যানজট কমাতে আমরা ট্রাফিক পুলিশকে নতুন করে সাজাচ্ছি, আমাদের সময় দিন, যেহেতু আমরা নতুন এসেছি। উখিয়াকে পরিপুর্ণ করে তুলতে আমরা সব ধরণের পদক্ষেপ নিচ্ছি এতে আপনাদের সাহায্য ও দরকার । রাস্তায় কোন অবৈধ পার্কিং থাকবে না।