বান্দবানের নাইক্ষ্যংছড়িতে ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার এসআই জাফর ইকবাল জানান, খুরশেদ আলম কে মাদক মামলায় আদালত তাকে ২ বছরের সাজা দেয়। তখন সে পলাতক ছিল।
পুলিশ জানিয়েছে, খুরশেদ আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঘিলাতলী গ্রামের অাব্দুল ছালামের ছেলে।