কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে পরিচিতি ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ইসকান্দর হোসেন চৌধুরী । প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দীন চৌধুরী । প্রধান বক্তা ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী । বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু, আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, এড:জমির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক ও কৃষক লীগ নেতা কাজী আকতার উদ্দীন টুনু।
এছাড়া রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বক্তব্য রাখেন মুফিজুর রহমান, আরাফাত চৌধুরী, আবুল হোসেন, নুরুল আলম, রফিক আলম ও কাসেদ নুর। অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন আবদুল গফুর মেম্বার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল ফজল, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক আবুল আলা চৌধুরী । পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছৈয়দ মোহাম্মদ নোমান। এসময় বক্তরা বলেন
আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ এগিয়ে চলছে। সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দলছুট কিছু নেতা দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড থেকে শতশত নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান জাহাঙ্গীর কবির চৌধুরী ।