টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, ‘হাত ধোব নিয়মিত, থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ এ স্লোগানকে সামনে রেখে এনজিও ‘মুক্তি কক্সবাজার’র উদ্যোগে উখিয়ার কুতুপালং কমিউনিটি ক্লিনিকে দিবসটি পালিত হয়েছে।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১২টায় ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) আর্থিক সহযোগিতায় এই হাত ধোয়া দিবসের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাতধোয়া দিবসের বিভিন্ন উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন ‘মুক্তি কক্সবাজার’এর প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা বাদশা মিয়া চৌধুরী, উখিয়া অনলাইন প্রেসক্লাব’এর সভাপতি শফিক আজাদ, স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ ইউনুচ, সিএইচসিপি অজিত কুমার বড়ুয়া, মুক্তির প্রকল্প সমন্বয়কারি সুজন মাহমুদ জামাল ও সুপারভাইজার ফরিদা ইয়াছমিন।
এসময় ডা. আরিফা ছিদ্দিকাসহ কুতুপালং এলাকার অসংখ্য মহিলা, পুরুষ এবং এনজিও সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে হাত ধোয়া প্রদর্শনী ও অংশগ্রহণকারীদের মধ্যে স্যানিটাইজার বিতরণ করা হয়।
অভিযোগ উঠেছে, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক প্রায় দেড় শতাধিক এনজিও,আইএনজিও এবং ইউএন সংস্থা কাজ করলেও এই করোনার দুর্যোগকালীন সময়ে বিশ্ব হাত ধোয়া দিবসটি তেমন গুরুত্ব পায়নি।