কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদ ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জনাব জীবন বড়ুয়ার নেতৃত্বে আজ সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয় ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানা ঝাউতলা প্রধান সড়ক হোটেল রেঁনেসার সামনে অভিযান পরিচালনা করে।
দুই হাজার ইয়াবা নিয়ে রামু থানার জোয়ারিয়ানালার মৃত্যু সোলাইমান এর পুত্র শাহ আলম (৪২) কে ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়।
এ সময় তার সাথে থাকা একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। জিজ্ঞেসাবাদে সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তি শাহ আলমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ও ২৬(১) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।