ককসবাজার সদরের ঈদগাঁওতে উপুর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত অফিস সহকারি রেজবা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মাথায় আঘাতের ব্যাথা প্রচন্ডভাবে ভেডে যাওয়ায় তাকে ৭ অক্টোবর বিকালে আবারো সদর হাসপাতালে ভর্তি করা হয়েছ। এদিকে তার পরিবার পরিজন চরম নিরাপত্তাহীনতায় ও আতংকে রয়েছে।প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন আহতের স্বজনরা। ,
উল্লেখ্য ইসলামাবাদ খোদাইবাড়ীর সরওয়ার কামালের স্ত্রী ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ে অফিস সহকারী রেজবা বেগম ৬ অক্টোবর রাতে রান্না ঘর থেকে ভেতর প্রবেশ করার সময় আকস্মিক মুখোশ পড়া এক দুর্বৃত্ব তার উপর ঝাপটিয়ে মোাবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। ঐ দুর্বৃত্বের সাথে ধস্তা ধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্বের মুখোশটি খুলে যায় এবং সাথে সাথে রেজবা বেগমের মাথায় আঘাত করলে সে মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্বার করে প্রথমে ন্যাশনাল হাসপাতাল এবং পরে সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঈদগাও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। আহত রেজবা বেগমের স্বামী আহত স্ত্রীর আবস্থা আশংকাজনক বলে জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। স্থানীয়রা হামলাকারীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।