‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নে দায়িত্ব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে (৬ অক্টোবর) মঙ্গলবার সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন মিলানায়তনে জন্মনিবন্ধন দিবসের কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের মিলানায়তনে নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, উপজেলা শিক্ষা অফিসার ত্রি রত্ন চাকমাসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন,ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যাক্তা, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । এসময় সভায় জাতীয় জন্ম নিবন্ধন দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা।