যোগদানের দুইদিনের মাথায় নতুন আরআরআরসি শাহ রিজওয়ান হায়াতের ক্যাম্প পরিদর্শন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব শাহ রিজওয়ান হায়াত দুদিন আগে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগের আরআরআরসি মোহাম্মদ মাহবুব আলম তালুকদারকে পরিকল্পনা কমিশনে বদলি হলে তার স্থলে নিয়োগ দেয়া হয়েছে ত্রাণ মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান শাহ রিজওয়ান হায়াত।
তিনি অফিসে যোগদানের ২ দিনের মাথায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। এতে তিনি রেজিস্টার ক্যাম্পে বিভিন্ন মারামারি ও নিরাপত্তাজনিত বিষয় নিয়ে খোজ খবর নেন ও বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন। এছাড়া তিনি ক্যাম্প- ২ , ক্যাম্প- ৩ ও ক্যাম্প -৫ পরিদর্শন করেন পাশাপাশি ক্যাম্পে পাটের বিভিন্ন তৈরিকৃত পণ্যগুলো দেখেন।
ক্যাম্পে তৈরিকৃত পাটের জিনিসপত্র পরিদর্শনে
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন কালে তার সাথে ছিলেন অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা (উপসচিব), ক্যাম্প-ইন- চার্জ মোঃ মাহফুজার রহমান (উপসচিব), ক্যাম্প-ইন- চার্জ শেখ হাফিজুল ইসলাম ( উপসচিব) , এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল সূত্রধর,শামীমা আক্তার জাহান, অনুপম দাস অনুপ, অরুপ রতন সিংহ, বিমল চাক্মা ও ক্যাম্পে দায়িত্বরত সাদ্দাম হোসাইন (মোবাইলাইজেশন অফিসার) সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।