কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’ গ্রুপের সংঘর্ষে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে।নিহতরা হলেন ইমাম শরীফ(৩৩) ও শামসুল আলম (৪৫)।এসময় কমপক্ষে আরো দশজন আহত হয়। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তের থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়।
উখিয়া থানা পুলিশ ঘটনাস্হল থেকে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালের প্রেরন করা হয় বলে জানিয়েছেন ডিউটি অফিসার।