উখিয়া উপজেলার জন্য দুইটি অক্সিজেন কন্সেন্ট্রেটর হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ।
শনিবার (৩ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে উখিয়া উপজেলার কোভিড-১৯ চিকিৎসায় প্রয়োজনীয় এ ‘অক্সিজেন কন্সেন্ট্রেটর’ হস্তান্তর করা হয়।
কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ উখিয়া উপজেলার জন্য দুইটি অক্সিজেন কন্সেন্ট্রেটর হস্তান্তর করেন।
এসময় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন মহিন উক্ত সরঞ্জামাদি গ্রহণ করেন।