আজ শুভ উদ্বোধন হয়েছে পালংখালী তাজমান হাসপাতাল। এর আগে গতকাল রাতে তাজমান হাসপাতালে মান বাড়ানোর জন্য সকল ওষুধ কোম্পানির পালংখালী ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন অব ফারিয়া পালংখালী শাখার সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল সদস্য সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী তাজমান হাসপাতালের চেয়ারম্যান আবুল আলা রোমান, তাজমান হাসপাতালের পরিচালনা সম্পাদক ডাঃ রায়হান, পরিচালক এডভোকেট এহসানুল হক, মুফিজুর রহমান।
এ সময়নফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন অব ফারিয়া পালং খালী শাখার সকল সদস্যবৃন্দ।
বক্তব্য রাখেন, মোহাম্মদ মিজানুর রহমান (সভাপতি) পালংখালী ফারিয়া, মোহাম্মদ কফিল ওয়াহিদ(সাধারণ সম্পাদক) পালংখালী ফারিয়া সহ প্রমুখ।
এসময় উপস্থিত সকল ফারিয়া সদস্য কে একটি করে তাজমান হাসপাতালের লোগো ব্যবহৃত দেওয়াল ঘড়ি উপহার হিসেবে সম্মাননা প্রদান করা হয়।