বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় অধিকার বাস্তবায়ন কমিটির(অবাক) উদ্যোগে বালুখালী (উখিয়া) বাজারে স্থানীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নারী সমাজের অহংকার, প্রতিবাদী নারী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.এ মনজুর ও সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সফল সভাপতি আলী আহমেদ, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী এড. এম এ মালেক, আইনজীবী এড. সাইফুল্লাহ খালেদ, উপস্থিত ছিলেন কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসার অধ্যাপক ছৈয়দ নূর, বালুখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সবুজ সেন ও বালুখালী ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রহিম রাজা-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।
সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক তাহিজুল আক্তার জুয়েল, কামাল হোসেন, জসীম উদ্দিন, নূরুল কবির রানা, শাহাদাত হোসেন, রিদওয়ানুল আজিজ, এসএমজি মুফিজ উদ্দিন, নূরুল আবছার সাজুসহ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিল সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন এবং সদস্য সচিব আব্দুল গফুর নান্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক লায়ন ইঞ্জিঃ রবিউল হোসাইন।