কক্সবাজারে করোনায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ সকালে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় প্রাণহানি হওয়া পৌর আওয়ামী লীগ নেতার নাম মাহমুদুল করিম(২৯)। তিনি শহরের মধ্যম নুনিয়া ছড়া এলাকার (ফিশারী ঘাট) শামশুল আলম প্রকাশ শামশু মাঝির পুত্র।