২৯ সেপ্টেম্বর দৈনিক আলোকিত উখিয়া ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে উখিয়ার পালংখালী ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ছেলে সাথে আমাকে জড়িয়ে ইয়াবা ছিনতাইয়ের যে সংবাদটি ছাপানো হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি উক্ত সংবাদের তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি। মূলতঃ আমি সোনা মিয়া একজন সামান্য তরকারি ব্যবসায়ী। চকরিয়া ডুলহাজেরা থেকে তরি-তরকারি ক্রয় করে এনে পালংখালী বাজারে পাইকারী ও খুচরা মুল্যে বিক্রয় করে থাকি। আর যে ইয়াবা ছিনতাইয়ের কথা বলা হয়েছে ওই দিন আমি ঘরে ছিলাম না, তরি-তরকারির কিনতে বাহিরে গিয়ে ছিলাম। কিন্তু বেশ কিছু অনলাইনে নিউজ পোর্টালে আমার নাম দেখে হতবাক হয়েছি। এ ধরনের কাল্পনিক সংবাদ থেকে আমার নামটি বাদ দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। হয়তো বা আমার প্রতিপক্ষ লোকজন আমার বিরুদ্ধে এ ধরনে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলবো আমার বিষয়ে আপনারা পালংখালী বাজারে এসে খবরাখবর নেন। এ পর্যন্ত কোন মেম্বার, চেয়ারম্যান, থানা থেকে শুরু করে কোন দপ্তরে একটি অভিযোগ নেই। আমি অসহায় হিসেবে প্রভাবশালী মহল ঘটনাটি আমার উপর তুলে দিয়ে নিরব ভূমিকা পালন করতে চাচ্ছে। পরিশেষে এহেন মিথ্যা,ভিত্তিহীন সংবাদে কর্ণপাত না করার জন্য পাঠক,প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোহাম্মদ সোনা মিয়া
পিতা- মৃত্যু আলী হোসেন,
পালংখালী ইউনিয়ন ৭ ওয়ার্ড,উখিয়া।