বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, দেশরত্ন মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনের বিভিন্ন কর্মসূচি পালন করেছে উখিয়া উপজেলা যুবলীগ।
বিকেল ৪ টায় কোটবাজারস্থ উখিয়া উপজেলা যুবলীগের কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। আসরের নামাজের পর কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত ও আগামীতে আবারো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্টিত থাকার জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম জনাব বেলাল উদ্দিন।
উপজেলা যুবলীগ নেতাকর্মীরা
উপজেলা যুবলীগের নেতাকর্মীরা
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি গাজী শাহজাহান, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, উপ প্রচার সম্পাদক আনোয়ার কবির, ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন মুছা, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক নুরুল আলম মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক আহসান উল্লাহ বাবর, স্বাস্থ্য সম্পাদক আবদুল্লাহ আল হারুন মানিক, রত্নাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি মকছুদ চৌধুরী, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজাহান, রাজাপালং ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল উদ্দিন, সাধারন সম্পাদক রাসেল উদ্দিন সুজন, পালংখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল উদ্দিন, যুবনেতা আবদুল মান্নান, সাইফুল ইসলাম বাবুল,এম, মানিক, সরোয়ার জামান, আবুল শামা, আবদু শুক্কুর, মোঃ কামাল উদ্দিন, মোঃ শাহজান, সহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের অসংখ্য নেতাকর্মীরা।