বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সাংগঠনিক সম্পাদক এসএম মিজান সর্দার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা বারটার দিকে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকলীগে সভাপতি সাদেক হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিংথোয়াই অং এর স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে এসএম মিজান সর্দারকে এ দায়িত্ব দেওয়া হয়।
স্বাক্ষরিত পরিপত্রে আরও উল্লেখ করা হয়-পরবর্তী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন না হওয়া পর্যন্ত এসএম মিজান সর্দার ওই পদে দায়িত্ব পালন করবেন।