কক্সবাজার শহরের অন্যতম স্বেচ্ছসেবী সংগঠন ‘স্বপ্নজাল’ সংগঠন কতৃক কক্সবাজার জেলা প্রশাসনের সিনিয়র সহকারি সচিব একরামুল ছিদ্দিক ও কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান , সংবর্ধিত অতিথি কক্সবাজার জেলা প্রশাসনের সিনিয়র সহকারি সচিব একরামুল ছিদ্দিক, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
উক্ত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নজাল স্বেচ্ছসেবী সংগঠনের সভাপতি শাকির আলম, সহ-সভাপতি শম্পা দাশ, সাধারণ সম্পাদক সাগর দে, প্রশাসন ও অর্থ সম্পাদক মোঃ রিয়াজ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভা শেষে উক্ত বিদায় সংবর্ধিত অতিথিদের বিদায় স্মারক তুলে দেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান।
পরে স্বপ্নজাল সংগঠনের পক্ষ থেকে পথশিশুদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য এই সংগঠনটি সুবিধা-বঞ্চিত শিশুদের শিক্ষাদান ও বয়স্ক শিক্ষা চালু, শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করা, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান,
বন্যার্থদের মাঝে সহযোগিতা, পরিবেশ রক্ষায় সচেতনতা ও পরিবেশ রক্ষা অভিযান, নারী জাগরণ ও হস্তশিল্প প্রশিক্ষনের উপর কাজ করে থাকেন।