নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর বেলা নাইক্ষ্যংছড়ি পুরাতন ষ্টেশন সংলগ্ন জিয়াবুল মার্কেটের ২য় তলায় উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইউছুপ বিন জলিল।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রী কার্যনির্বাহী কমিটি ও চট্টগ্রাম মহানগর যুবদল সহ-সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, বিশেষ অতিথি বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রী কমিটির সহ-সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম তিতাস,যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মাহাফুজ রহমান মিনার, চট্টগ্রাম মহানগর যুদল সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ,কেন্দ্রীয় যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান জামান,যুবদল কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক মন্জুরুল আমিন সুমন,বান্দরবান জেলা যুবদল সভাপতি হারুন উর রশিদ,সাধারণ সম্পাদক শিমুল দাশ,উপজেল বিএনপি,র সভাপতি আরেফ উল্লাহ ছুট্টু, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেল প্রমূখ।
যুবদল সাধারণ সম্পাদক আবু কায়ছার জানান, কেন্দ্রীয় ও বিভাগীয় একটি তদন্ত টিম নতুন সদস্য সংগ্রহ কর্মীদের নিয়ে কর্মী সমাবেশে করা হয়েছে।
এদেরকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার তাগিদ দেন কেন্দ্রী কমিটির টিমেরা।