কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় শনিবার রাতে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এবং অপর একজন আহত হয়েছেন।
এদিন রাত ৮টা ৩০ মিনিটের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের আবদুস সামাদের ছেলে সাজিদ উদ্দিন (২৮) ও পেকুয়ার টৈটং ইউনিয়নের খুনিয়া ভিটা এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ নেজাম প্রকাশ মিয়া (৩২)।
এ ছাড়া পশ্চিম বড় ভেওলায় বজ্রপাতে শামিমুল ইসলাম (২৫) নামের অপর একজন আহত হয়েছেন।
জানা গেছে, পশ্চিম বড় ভেওলার সাজিদ উদ্দিন শনিবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের ইলিশিয়া ফিসকা মৎস্য খামারে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।
পেকুয়ার টৈটংয়ে নিহত নেজাম প্রকাশ মিয়ার বাবা নুরুল ইসলাম জানান, তার ছেলে ওই রাত ৮টা ৩০ মিনিটের সময় ঘরের বাইরে ঘুরতে বের হয়েছিল। বৃষ্টি শুরু হওয়ায় বাড়িতে ফেরার পথে ঘরের দরজায় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরিজ বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে অর্থ সহায়তা দেয়া হবে। এছাড়া দাফনেও তাদের সহায়তা করা হবে।