বর হাসানুল বান্না আইএনজিও সলিডারিটি ইন্টারন্যাশনাল ফ্রান্স এর সহকারী কান্ট্রি ডিরেক্টর। কণে সুফিয়া জাফর ঢাকার ডেফোডিল ইউনিভার্সিটিতে এলএলবি অনার্স শেষ বর্ষে অধ্যায়নরত। ছোট্ট পরিসরে আয়োজিত এ বিয়েতে বর-কণের পিতা-মাতা ছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবুল আলম, এডভোকেট নাজিয়া জাহান সম্পা, সলিডারিটি ইন্টারন্যাশনাল ফ্রান্স এর কান্ট্রি ডিরেক্টর, টেকনাফের বিএনপি নেতা আবদুর রাজ্জাক, সিআইপি আবুল হাসেম, উভয় পক্ষের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ, বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
কণের পিতা জাফর আহমদ একসময় বিএনপি’র রাজনীতিতে জড়িত ছিলেন। টেকনাফ পৌর বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেছেন। টেকনাফ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।জাফর আহমদ ২০১১ সালে বিএনপি থেকে আওয়ামীলীগের রাজনীতিতে যোগ দিয়ে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে উপজেলা পরিষদের নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। টেকনাফ উপজেলা পরিষদের গত নির্বাচনেও আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে জাফর আহমদ নির্বাচন করে বিদ্রোহী প্রার্থী নুরুল আলম এর কাছে হেরে যান। জাফর আহমদ টেকনাফ উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটিতে সহ সভাপতির দায়িত্বে আছেন। জাফর আহমদ এর জ্যেষ্ঠ কণ্যার সাথে বিয়ে হয়েছে কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী’র পুত্রের।