কক্সবাজারের উখিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনায় উখিয়া থানার পুলিশ বড় ভাই মুর্শেদ কবির রিপনকে আটক করেছে পুলিশ৷
১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান (২৭) মৃত নুরুল কবিরের ছোট ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বড ভাইয়ের সাথে ছোট ভাইয়ের জায়গার কাগজপত্র নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই মুর্শেদ কবির রিপন (৪২) আচমকা কিরিচ দা নিয়ে ছুটে এসে ছোট ভাই রায়হান কবিরকে (২৭) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানার জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মরজুর সরকারি নাম্বারে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।