অপরদিকে ফলোআপ রোগীদের মধ্যে চকরিয়া উপজেলার ১০ জন, রামু আইসোলেশনের দুইজন ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ৩ জন।
বুধবার (২৭ মে) ২৮০ জন রোগীর করোনার নমুনা টেষ্ট করে এই রিপোর্ট মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপেশ পাল এই তথ্য নিশ্চিত করেছেন।
তাদের দেয়া তথ্য মতে, বুধবার ৬১ জন রোগীর রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে ৪৬ জন নতুন রোগী ও ১৫ জন ফলোআপ রোগী।
সুত্র মতে, এ দিন করোনা পজিটিভ আসা রোগীদের মধ্যে চকরিয়ায় ৫ জন, টেকনাফে দুইজন, রামুতে ৩ জন, মহেশখালীতে দুইজন, উখিয়া উপজেলায় ২০ জন ও কক্সবাজার সদরে ৭ জন এবং চট্টগ্রাম জেলার লোহাগড়ায় তিনজন, পার্বত্য বান্দরবান সদরে দুইজন, রুমা উপজেলায় একজন ও রোয়াংছড়িতে একজন রোগী রয়েছেন।
তাছাড়াও ফলোআপ রোগীদের মধ্যে আবারও পজিটিভ আসা ১৫ জনের মধ্যে চকরিয়ায় ১০ জন, রামুতে দুইজন ও তিনজন রোহিঙ্গা শরণার্থী আছেন।
এ দিন ২১৯ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে।
সুত্র:কক্সবাজার ভিশন।