টেকনাফ পৌরসভায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরের সময় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,টেকনাফ মডেল থানার এস আই নাজিম উদ্দীন সহ সাংবাদিকরা।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার
মোঃ সাইফুল ইসলাম বলেন, টেকনাফ পৌরসভায় বিভিন্ন স্থানে হোটেলে খাবার পরিবেশন পরিস্কার বা পরিচ্ছন্ন না থাকায়, মুদির দোকানে বিভিন্ন পণ্যের মেয়াদ না থাকায় এবং ফার্মেসিতে বিক্রেতার সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। এবং সাবরাং ইউনিয়নের WFP প্রতিনিধি পরিচয়ে প্রতারণা করায় একজন কে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
তিনি বলেন, টেকনাফে প্রায় দোকানে মেয়াদোত্তীর্ণ মামলা বিক্রয় এবং অস্বাস্থ্যকর খাবার তৈরি করার কারণে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত রয়েছে।