অফিসার্স ক্লাব’ উখিয়ার নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪ টায় অফিসার্স ক্লাব উখিয়া নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী আবদুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা জাফর আলম।
উদ্বোধন কালে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।