বৃহস্পতিবার রাত ৯ টার দিকে হামলার আহত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে ওখানে শুক্রবার ভোরে মারা যায় যুবক।
নিহত নুর আলম (২৫), চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের ব্লক-আই ২ এর মৃত নুর হোসেনের পুত্র।
এপিবিএনর পুলিশ সুপার মো. হেমায়েতুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে পানি নেওয়াকে কেন্দ্র করে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের ব্লক-আই ২’র ৩৮৮ নম্বর ঘরের বাসিন্দা রোহিঙ্গা কাজলীর সঙ্গে প্রতিবেশী জান্নাত আরার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে রাত ৯টার দিকে জান্নাতের পক্ষের সাত থেকে আট জন রোহিঙ্গা কাজলীর স্বামী নুর আলমকে ঘর থেকে ডেকে তার ওপর হামলা চালায়। সে সময় গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে শুক্রবার ভোর ৫টার দিতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় টেকনাফ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।