আনম রফিকুর রশীদ::বুড়িগঙ্গা বয়সে নয়, নামে বুড়ি, ৩০ বছর পরও আমরা যেমন কুড়ি।
নদীর বয়স বাড়ে না কভু , যৌবন বাড়ে; উন্মত্ত ঢেউ, দম্পতির লজ্জা কাড়ে।
দীঘল চুলে গোলাপ দুলে, দুজন মিলে ফুলটি ফেলে নদীর জলে।
ইতিহাসের জাহাঙ্গীরনগর বাংলাদেশের রাজধানী শহর ঢাকার আঁতুড়ঘর – বুড়িগঙ্গা।
এমন যুবতির প্রতি দৃষ্টি ফেলো! অঙ্গহানি, টানাটানি!
কে আছো, চাপাতিটা ধরো! নদী ধর্ষকের শিশ্ন কেটে বর্জ্য রোধ করো।
আমার হাতে সাদা ছড়ি, তার হাতে শঙ্খ চুড়ি; আমাদের উচ্ছল যৌবন, ঢেউতোলা পথচলা।
বুড়িগঙ্গা নামে বুড়ি বয়সে কুঁড়ি; স্বচ্ছ কোমল জল, সুরের নূপুর, টোল পড়া গাল।