উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী বিজিবি’র সদস্য অভিযান চালিয়ে ২৫,২০০পিস ইয়াবাসহ জব্দ করেছে। এসময় ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে এই অভিযান পরিচালনা করে৷
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র উপ-অধিনায়ক মোঃ তাজমিলুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘুমধুম সীমান্তের রেজুআমতলী বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রেজুআমতলী মসজিদের পার্শ্বে অবস্থান নিলে মাদক কারবারিরা বিজিবির উপস্থিতির টের পেয়ে পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত ব্যাগ তল্লাশী করে৷ ২৫২০০ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। আটক ইয়াবার মূল্য ৭৫ লাখ টাকা৷