রোহিঙ্গা ঢল অনুপ্রবেশের ৩ বছর পূর্ণ হয়েছে আজ ২৫ আগস্ট। এই দিনটি ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে কোন কর্মসূচী পালিত হয়েছিল কি না জানতে চাইলে উখিয়া খবর ডটকম’কে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহাবুব আলম তালুকদার বলেন, আজ ২৫ আগস্ট রোহিঙ্গা অনুপ্রবেশের ৩ বছর পূর্ণ হয়েছে। সাধারণ দিনটাকে রোহিঙ্গারা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তবে এবার তেমন কিছু ঘটেনি ক্যাম্পে। করোনার কারনে আগে থেকে রোহিঙ্গাদের নির্দেশনা দেওয়া আছে যাতে কোন ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ করা থেকে বিরত থাকেন। ঠিক তেমনি ভাবে প্রশাসনও তৎপর ছিল। যার কারনে কোন ধরনের কর্মসূচী পালন হয়নি। তবে ঘরের ভিতরে থেকে দোয়া, রোযা রেখে বিশেষ প্রার্থনা করতে পারেন।
তিনি এসময় উখিয়া খবর ডটকম’কে আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে সরকার আন্তরিক। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যেন রোহিঙ্গারা মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে মিয়ানমারে ফেরত যেতে পারে। আর রোহিঙ্গারাও চান অল্প সময়ের মধ্যে তারা যাতে স-সম্মানে নিজ মাতৃভূমিতে ফেরত যেতে পারেন……ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ স্যার।