কক্সবাজারের উখিয়ার উপজেলার রত্নাপালং ইউনিয়নের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সদ্য এমপিওভুক্ত গয়ালমারা দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৩কোটি ১৭ লাখ টাকা ব্যয় বরাদ্দে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবনের কাজ বাস্তবায়ন করবে।
২৩ আগস্ট (রোববার) ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহিনা আক্তার এমপি। এ সময় উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ আবদুর রহমান বদি, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, দৈনিক ইনকিলাব কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, পরিচালনা কমিটির সভাপতি আবুল মনসুর চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মকবুল হোসাইন মিথুন, গয়ালমারা দাখিল মাদ্রাসার সুপার মৌলানা দিল মুহাম্মদসহ উক্ত মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ।