উখিয়া উপজেলার নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী (ইউএনও) এর ব্যবস্থাপনায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজারের সার্বিক সহযোগিতায়, উখিয়া উপজেলা ফুটবল খেলোয়াড়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
২০ তারিখ (বুধবার) সকাল ১১. টায় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা ক্রিড়া সংস্হার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (শাহীন) এর সঞ্চালনায় উপজেলার ৩৫ জন ফুটবল খেলোয়াড়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা রেফারি এসোসিয়েশন এর সদস্য ও উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সম্পাদক মোহাম্মদ সিরাজ, উপস্হিত ছিলেন উখিয়া উপজেলার ফুটবল টিম এর অধিনায়ক ও বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি উখিয়া উপজেলা শাখার সভাপতি সাইফ মুন্না, সাংবাদিক নুর মোহাম্মদ শিকদার, উখিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মকুল সহ প্রমুখ।
বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে খেলোয়াড়দের প্রস্তাব গ্রহণ করে,খেলোয়াড়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করার জন্য। খেলোয়াড়দের প্রতিনিধি হয়ে নিকারুজ্জামান চৌধুরী (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা ফুটবল টিমের অধিনায়ক সাইফ মুন্না।