বান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি দরিদ্র গ্রাম ধুইল্যাপাড়ায় দেশে এবং প্রবাসে অবস্থানরত ভাই বোনদের সহযোগিতায় সদ্য নির্মিত ধুইল্যাপাড়া মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার পার্শ্বে এক লন্ডন প্রবাসীর সহযোগিতায় “রফিক হান্নান হেফজখানা ও এতিমখানা” নির্মাণের ভিত্তি প্রস্তর স্হাপন হয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীদের উপস্থিতিতে নির্মাণ কাজ শুরু হয়।
ধুইল্যাপাড়া মসজিদ ও নির্মাণাধীন রফিক হান্নান হেফজখানা ও এতিমখানার তত্ত্বাবধায়ক মোহাম্মদ জসিম উদ্দিন এবং এলাকাবাসী মসজিদের বাকী কাজ ও নির্মাণাধীন রফিক হান্নান হেফজখানা ও এতিমখানায় দ্বীনদার মুসলিম ভাই বোনদের কাছে সহযোগিতার আহবান জানান।
মসজিদের বাকি কাজ
——————————–
*একটি টয়লেট ও প্রস্রাব খানা *একটি অযুখানা *মসজিদের বারান্দায় গ্রিল মসজিদে উপরোল্লোখিত কাজগুলি এখনো বাকি আছে।
কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ এর জন্য-মোহাম্মদ জসিম উদ্দিন
০১৮৩৭৫৮৬২৬৩