কক্সবাজার জেলা কারাগারের অভ্যন্তরীণ কেইস টেবিলে আজ (৭ আগষ্ট) সকাল ৮ টায় দেখা হলো সাংবাদিক ফরিদুল মোস্তফা খান ও টেকনাফ থানা থেকে সদ্য প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশের।
এ সময় সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের বকাঝকা নিরবে শুনলেন সাবেক ওসি প্রদীপ কুমার দাশ!
সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ক্রস ফায়ার বাণিজ্য নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করার আক্রোশে সাহসী সাংবাদিক ফরিদুল মোস্তফা খান সীমাহীন নির্যাতন করে, কয়েকটি মিথ্যা অস্ত্র ও মাদকের মামলা দিয়ে কারাগারে পাঠানো ওসি প্রদীপ কুমার দাশও এখন একই কারাগারে। সেখানে নতুন কারাবন্দীদের নিয়ম মতে, কারাগারে যাওয়ার পরদিনই সকালে কারা কেইস টেবিলে আনা হয়ে থাকে, যেখানে নতুন বন্দীদের সাথে পুরাতন বন্দীদের দেখা স্বাক্ষাৎ হয়।
সেই কেইস টেবিলে ওসি প্রদীপ কুমার দাশ কে সাংবাদিক ফরিদুল মোস্তফা খান অনেক বকাঝকা করেন, তখন ওসি প্রদীপ কুমার দাশ চুপ ছিলেন। এসময় কারাগারের অন্যান্য বন্দীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। কারাগারের বিশেষ একটি সূত্রে ঘটনাটি জানা গেছে।