গত বুধবার দৈনিক আলোকিত উখিয়া অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘ বালুখালীর ইয়াবা ডন আবু তাহের কর্তৃক অসহায় নারীর জমি জবর দখলের অভিযোগ’ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যেসব কল্পকাহিনী ছাপানো হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা এবং বানোয়াট। মূলতঃ লুৎফর নাহার নামের যে মহিলা জমি দখলের কথা উল্লেখ্য করেছি বলে বলা হয়েছে সে নিজে একজন ভূমি জবরদখলকারী, বালুখালী মরাগাছ তলা যে জায়গাটির কথা বলেছে সেটি আমাদের ২০১৪-১৫ সালে দলিল মুলে সামাজিক বনায়নের লীজ প্রাপ্ত জায়গা। এই প্লটে ৭৫জন সদস্য রয়েছে। তারও আগে অর্থাৎ ২০১০ সালের উক্ত বনভূমিতে বনায়ন সৃজন করি আমরা। সম্প্রতি উক্ত মহিলা জায়গাটি জবরদখল করার জন্য আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। যার প্রেক্ষিতে আমাকেও ইয়াবা ব্যবসায়ি বলে মান ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি এসব কোন অপকর্মে লিপ্ত ছিলাম না, বর্তমানেও নেই। ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। কোন রকম পরিবার পরিজন নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে আসছি। আর যারা এসব কথা বলছে তারা বনভূমি জায়গা বিক্রি করে লক্ষ লক্ষ হাতিয়ে নিয়েছে। তাদের টাকা পয়সা এবং গতিবিধি লক্ষ্য করার জন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ আহবান করছি এবং একই সাথে উক্ত ভুঁয়া ভিত্তিহীন সংবাদে কর্ণপাত না করার জন্য স্থানীয় প্রশাসন ও পাঠকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
আবু তাহের
বালুখালী,উখিয়া।