সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। টানা তৃতীয় বারের কউক চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মোঃ অলিউর রহমান স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৪৬.০০.০২৩.১৭.২৫২ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে ফোরকান আহমদকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে যুগ্ম সচিবের মর্যাদায় তিনি বেতন ভাতাসহ সরকারি সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়েছে। আগামী ১৩ আগস্ট তাঁকে দ্বিতীয়বার চেয়ারম্যান নিয়োগের মেয়াদ শেষ হলে পরবর্তী দিন অর্থাৎ আগামী ১৪ আগস্ট থেকে পরবর্তী ২ বছরের জন্য তাঁর তৃতীয় মেয়াদ শুরু হবে।
এর আগে আরো ২ মেয়াদে চার বছর কউক এর চেয়ারম্যান হিসাবে লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ দায়িত্ব পালন করছেন। গত জানুয়ারীতে সরকার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) এর চেয়ারম্যান এর পদটি যুগ্ন সচিবের মর্যাদায় উন্নীত করেছে।