সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিষয়টি চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম নিশ্চিত করেন।
তিনি জানান, ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী (তসলিম) দীর্ঘসময় ক্যান্সার ও ক্যান্সার সৃষ্ট জটিলতায়ও ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. নজরুল ইসলাম চৌধুরী (তসলিম)।