কক্সবাজারের উখিয়ায় সরকারি খাল হতে অবৈধভাবে বালি উত্তোলন করায় মোবাইল কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থানা আইন ২০১০ এর ১১ ধারার অপরাধে (১৫) ১ ধারায় কোটবাজারের মনু বড়ুয়ার পুত্র ইমপেল বড়ুয়া (২৭) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিকারুজ্জামান চৌধুরী।
মো. নিকারুজ্জামান চৌধুরী রাইজিং কক্স কে জানান, শনিবার (২৫ জুলাই) সোনারপাড়া ব্রীজের আগে রেজু খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ইমপেল বড়ুয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় ইজারা ব্যতীত বালি উত্তোলন নিষিদ্ধ এবং ইজারাকৃত বালিমহাল থেকে নিয়ম মেনে বালি উত্তোলন করার নির্দেশ দেন তিনি।
সুত্রঃ রাইজিং কক্স।