জনসাধারনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা তৈরির অংশ হিসেবে গরুবাজার কোর্টবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।
শনিবার (২৫ জুলাই) বিকেলে তিনি এই স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অভিযান চালায়।
জনসাধারণকে সর্তক করছেন ইউএনও
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৫ টি মামলায় ২৯০০ টাকা জরিমানা আদায় করেন।
তাছাড়া সাধারণ যাত্রী ও চালকদের মাস্ক পরিধান নিশ্চিত করা হয় তিনি জানিয়েছেন।
এদিকে করোনা ভাইরাস শুরু থেকে লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকা রেখেছেন। বর্তমানে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি লক্ষ্যে দীর্ঘ পরিশ্রম করে যাচ্ছেন।