উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া বাজারে একই রাতে ৫টি দোকানে চুরি সংঘঠিত হয়েছে। এসময় চুরেরদল প্রায় অর্ধকোটি টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে যেকোন সময় এ চুরির ঘটনাটি ঘটেছে বলে অন্যান্য ব্যবসায়ীদের অভিমত।
সুত্রে জানা গেছে, সম্প্রতি করোনা লকডাউন শিথিল হওয়ার পর থেকে বেশ কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটেছে। তার ধারাবাহিকতায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া বাজারে চুরের দল চাউলের বস্তা শরীরে পরিধান করে দোকানের টিন কেটে ভিতরে ঢুকে ৫ টি দোকান থেকে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসব দোকান মধ্যে রয়েছে-মেসার্স আল-মদিনা মেডিকো, মন্জুর এন্ড ব্রাদার্স, মাষ্টার ফার্মেসি, মায়ের দোয়া ডিপার্টমেন্ট স্টোর ,জমান ড্রেডার্স। দোকান থেকে বেশির ভাগ নগদ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন আল-মদিনার মালিক আব্দুল হামিদ।
ক্ষতিগ্রস্ত দোকানদার মনজুর আলম সহ সকলের অভিযোগ, সোনারপাড়া বাজারে কোন পাহারাদার না থাকায় দোকান ডাকাতি হয়েছে। তারা বলেন, বাজার ইজারাদারেরা প্রতি বছর বাজার থেকে লক্ষ লক্ষ টাকা আয় করলেও ৮/১০ হাজার টাকা দিয়ে একজন পাহাদার দিতে পারছেনা। যার কারনে এ ঘটনা ঘটছে। তারা দ্রুত বাজারে পাহারাদার নিয়োগের দাবী জানান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আকতার মর্জু বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে এখনো কেউ থানায় আসেনি, যদি আসে তাহলে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।