উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বডিগলিয়াপালং এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তার সুরচিৎকারে স্থানীয় পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার অবস্থার বেগতিক দেখে কক্সবাজার পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। সোমবার ভোর রাত সাড়ে ৩টার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, এ উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্যম ডিগলিয়া পালং চার রাস্তার সামনে দীর্ঘদিন ধনে মুদির দোকান করে আসছিল রুস্তম আলী সওদাগরের ছেলে শহিদুল ইসলাম (৩০) প্রকাশ শহিদ সওদাগর। প্রতিদিনের ন্যায় রাত ১০টার দিকে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত সাড়ে ৩টার দিকে প্রশ্রাব করতে বের হলে অপরিচিত ২ জন দুর্বৃত্ত কিছু বুঝে উঠার আগে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার সুচিৎকারে শোনে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারে রেফার করে। অবস্থার বেগতিক দেখে কক্সবাজার থেকে তাকে চমেকে প্রেরণ করেছে বলে আহত পরিবারের সদস্যদের নিকট থেকে জানা গেছে। তবে পরিবারের লোকজন কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে এবং কি কারনে ঘটিয়েছে তা নিশ্চিত বলতে পারেনি।