ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মান উন্নয়নে ভূমিকা রাখবে। গত ২ বছর করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা কোন খেলাধূলায় অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু এবার বড় পরিসরে প্রত্যেক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার সকালে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাঙ্গরঘোনা অরবিন্দু বড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন এসব কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি রুপন দেওয়ানজীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোজাম্মেল হক আজাদ, শিক্ষক আলা উদ্দিন প্রমূখ।