কক্সবাজারেরর সমুদ্রসৈকতসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৪৪৩ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সমুদ্রসৈকত শহরের লালদিঘী, গোলদিঘী, কলাতলী সুগন্ধা পয়েন্টসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে এমন সংবাদে পুলিশ অভিযান শুরু করে।
তিনি জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৪৪৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পুলিশের কয়েকটি টিম এ অভিযান অব্যাহত রেখেছে।
আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা নয়ন বলেন, সমুদ্রসৈকতে বেপরোয়াভাবে অবস্থান করা বেশকিছু রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এসব রোহিঙ্গাদের আটক করে পুলিশ আমাদের হস্তান্তর করেছেন। আমরা তাদের গণনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।